নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর প্রায় দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে বাস তিনটিতে আগুন দেওয়া হয়। এর মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বনানীর কাকলি ও পিলখানা গেটের সামনে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সেখানকার আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়ে আসে।
এর আধা ঘণ্টা পর রাত আটটার পরই বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
এর সোয়া এক ঘণ্টা পর রাত নয়টা ২০ মিনিটের দিকে পিলখানার গেটের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় হাতেনাতে একজনকে আটক করে পথচারীরা। অগ্নিকাণ্ডের শিকার বাসটি রমজান পরিবহনের।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছে।
আটক ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। এছাড়া তিনি কোন দলের সমর্থক তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমআই