আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
বুধবার দোদা জেলার আসার এলাকায় একটি বাস গভীর খাদে পড়ে যায়। কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ভারতের কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’
আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, তিনি দোদা জেলা কমিশনার হরবিন্দর সিংয়ের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
পিটিআই সূত্রের খবর, কর্মকর্তারা জানিয়েছেন- বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লাখ ভারতীয় রুপি এবং আহতদের ৫০ হাজার ভারতীয় রুপি দেয়ার কথা ঘোষণা করেছেন।
সময় জার্নাল/এলআর