এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশবাহী একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে গেলে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ড্রাইভারসহ তিনজন পুলিশ সদস্য।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দুই পুলিশ সদস্য হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন । আহত তিন পুলিশ সদস্য একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াই চিং মারমা।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্রতে করে ওই পাঁচ পুলিশ সদস্য ফরিদপুরে আসছিলেন। মাহেন্দ্রটি পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত দুই পুলিশ সদস্যের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সময় জার্নাল/এলআর