স্পোর্টস ডেস্ক:
২০২৩ আইসিসি ওয়ার্ল্ডকাপ গড়িয়েছে ফাইনালে। আগামী ১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। শিরোপার লড়াই শুরুর আগে জমকালো আয়োজনের ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন পপস্টার ডুয়া লিপা। মঞ্চ মাতাবেন বলিউডের নামিদামি সংগীত শিল্পীরাও।
গত ৫ই অক্টোবর শুরু হয় চলতি ওয়ানডে বিশ্বকাপ। আসর শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের কথা থাকলেও সেটি হয়নি। পরে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের আগে সংগীতানুষ্ঠানের আয়োজন করে বিসিসিআই। এবার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে কি না, সেই নিশ্চয়তা দেয়নি ভারতীয় বোর্ড। তবে বোর্ড সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানে বসবে তারা হাট। থাকছে নানা আয়োজন।
স্টার স্পোর্টসের এক্স (টুইটার) পেজে আলবেনিয়ান পপস্টার ডুয়া লিপাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়।
সেখানে দেখা যায়, ‘আস্ক লিপা’ নামের অনুষ্ঠানে কেইন উইলিয়ামসন, শুবমান গিল এবং কেএল রাহুলদের ভিডিও বার্তায় পাঠানো প্রশ্নের উত্তর দেন ডুয়া লিপা। সেখানে গিল প্রশ্ন করেন, বিশ্বকাপ ফাইনালে আপনি কোন গানটি গাইতে চাইবেন। উত্তরে লিপা নিজের একটি গানের নাম উল্লেখ করেন। এতে নিশ্চিত হওয়া যায় যে, বিশ্বকাপ ফাইনালের অনুষ্ঠানে গান করবেন এই পপ সম্রাজ্ঞী। এনডিটিভি জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানে গান করার কথা রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক প্রীতমের।
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ভারতীয় এয়ারফোর্সের সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের শো হওয়ার কথা রয়েছে। ফাইনাল শুরুর আগে ১০ মিনিট পারফর্ম করবে তারা। ফাইনাল দেখতে আহমেদাবাদে উপস্থিত হওয়ার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে খবর রয়েছে। ভারতকে তৃতীয় বিশ্বকাপ জেতার উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত থাকবেন আগের দুই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। তাছাড়া বলিউড স্টাররা তো থাকবেনই।
এমআই