মো: রাকিব হাসান, বরগুনা:
“আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনাতে বরগুনা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মিলিত হলেন এক কর্মশালায়।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বরগুনার আরডিএফ সম্মেলন কক্ষে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকেএইডের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় রাজনৈতিক সৌহার্দ্যের চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় নির্ধারণ করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রায় ৪০ জন যুব প্রতিনিধিরা।
এমএএফ সভাপতি চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক আবু জাফর সালেহ-এর সঞ্চালনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান কর্মশালাটি পরিচালনা করেন।
এমআই