এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতি সম্পন্ন একটি বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গেল রোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধের। রোববার দুপুরে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ দুঘটনা ঘটে।নিহত রোকন শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের আঃ খালেক শেখের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপারের হওয়া সময় খুলনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি বাস(যশোর-ব-১১-০২৪৬) তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য স্থানীয় মুনসুরাবাদ বাজারে এসেছিলের বলে পরিবার সদস্যরা জানান।
এমআই