ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনকে গ্রেফতার করছে পুলিশ।
গত রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
তিনি পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট, পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, নাশকতার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবং সোমবার সকালে তাঁকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর