মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ছেলে মাহবুব উর রহমান রুহেল। দীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজের সংসদীয় আসনে ছেলেকে নৌকা প্রতীকে জয়ী করতে প্রকাশ্যে এলেন। সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তিনি স্বয়ং নিজে উপস্থিত থেকে তাঁর মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ দলের নেতাকর্মীরা।
এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রুহেল। পরে তিনি ঢাকায় নিজের পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেন। সোমবার বাবা-পুত্র একসাথে মনোনয়নপত্র জমা দানের খবরটি চট্টগ্রামের রাজনীতিতে ব্যাপক আলোচিত হচ্ছে। এ খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীরা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সাত সাত বারের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নির্বাচন করছেন না।
এদিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘১৯৯৭ সাল থেকে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রুহেল মাননীয় প্রধান মন্ত্রী, দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আগ্রহে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। প্রায় গত ২৬ বছর তিনি বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
নিজের মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের মনোনয়ন নেয়া এবং জমা দেয়ার প্রশ্নে সোমবার বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমি এখন জীবন সায়াহ্নে। বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত নিরবধি দলের জন্য কাজ করেছি। সবসময় দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি। রুহেল তার নিজের চেষ্টায় আওয়ামী লীগের রাজনীতিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। আমি মনে করি মিরসরাইতে আমার অসমাপ্ত কাজগুলো তার দ্বারা সম্পন্ন করা সম্ভব হবে। তার জন্য আমি মন থেকে দোয়া করছি।’
আরইউ