আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ বুধবার (২২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার অধিকৃত পশ্চিম তীরের তুলকারাম ক্যাম্পে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। কালকিলিয়া শহরের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে আজ আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে।
সময় জার্নাল/আরইউ