নিজস্ব প্রতিবেদক:
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬২ জন।
বুধবার (২২ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন ঢাকার এবং বাকি চারজন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬২ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৯৩৩ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে মশাবাহিত এই রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ চার হাজার ৬৯৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭০ জন।
এমআই