আজিজুল হক:
আজ ২৩ নভেম্বর, সাংবাদিক ও কবি শামীম মাশরেকী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কবির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এবং মাসিক জনপ্রশাসন পত্রিকার কার্যালয়ে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
শামীম মাশরেকী’ সহ-সম্পাদক হিসেবে দৈনিক সংবাদ, দৈনিক বাংলা সমাচারের নিউজ এডিটর ও মাসিক জনপ্রশাসন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত হতো সাপ্তাহিক ‘খোলা কাগজ’।
১৯৯৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মুক্তির পথে মাদক বিরোধী অনুষ্ঠানে গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করতেন। শামীম মাশরেকী জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। ছিলেন পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্য।
সাংবাদিকতার বাইরে শামীম মাশরেকী বেশ কিছু গল্প, কবিতা, গান, গীতিকাব্য ও ‘স্বাধীনতা আদি, ‘চোখের পাপ মুখের পাপ’ কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার অপ্রকাশিত উপন্যাস সাড়া দেইনি বলে কাপুরুষ, রুপায়া এবং আমি ও আমার ইতিবৃত্ত।
ময়মনসিংহের কৃতি সন্তান শামীম প্রখ্যাত কবি আবদুল হাই মাশরেকী’র তৃতীয় সন্তান। গত ২৩ নভেম্বর ২০২১ সালে তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে ট্রেনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
সময় জার্নাল/এলআর