সময় জার্নাল ডেস্ক:
ছুটির দিনে এক ছাদের নীচে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার ঘটাচ্ছে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়াম। একই সাথে দেয়া হচ্ছে প্রবীণদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওজন সংক্রান্ত স্বাস্থ্যসেবা।
রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার ছুটি থাকায় এই দিনটিকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এখন থেকে প্রতি মঙ্গলবার ধানমন্ডির ডব্লুভিএ মিলনায়তনে ২০ জন নারী উদ্যোক্তা এই সাপ্তাহিক হাটে পণ্যের প্রচার, বিক্রি ও ব্যবসায়ীক যোগাযোগ করবেন।
এখানে পোষাক, চামড়াজাত পণ্য, জুয়েলারি, ঘর সাজানোর সরঞ্জামসহ চাল, ডাল, শাক সবজিও পাওয়া যাবে।
মঙ্গলবার এই সাপ্তাহিক হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়ামের সভানেত্রী শারমিন জাহান খান বলেন, পণ্যের মান, পণ্যের ভিন্নতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করায় ধানমন্ডী এলাকার মানুষের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি এলাকার প্রবীণরা পাবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।
সময় জার্নাল/এলআর