নিজস্ব প্রতিবেদক:
‘নারীর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। সহিংসতার অনেক কারণ আছে, তাই প্রতিরোধ সহজেই হয়ে যাবে এমন নয়। তবে প্রতিরোধ ধীরে ধীরে দানা বাঁধছে। ২৫শে নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করবে বিভিন্ন সংগঠন। মৌখিক ও মানসিক নির্যাতন থেকেই শারীরিক নির্যাতনের শুরু; তাই চুপ না থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ছড়িয়ে দেওয়া হচ্ছে এবারের দিবসে।
নির্যাতনের শিকার হলেই সরকারের জাতীয় টোল ফ্রি নম্বর ১০৯ (এক শূন্য নয়) নম্বরে যোগাযোগে করতে উৎসাহ বাড়ানোরও তাগিদ দিয়েছেন নারী অধিকারকর্মীরা।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসের সূচনা হয় ২৫ নভেম্বর ১৯৬০ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। ওইদিন লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে নারীর অধিকারের প্রশ্নে ন্যায়সংগত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল-এ তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মরণে ১৯৮১ সাল থেকে এ দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করে সরকারি-বেসরকারি সংস্থা।
এমআই