ইসাহাক আলী,নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকা থেকে মাহমুদা আক্তার বিথি খাতুন নামে এক যুবতির মরদেহ গলাকাটা উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় সড়কের পার্শে এক যুবতীরর মৃতদেহ পড়ে আছে স্থানিয়দের এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পৌছে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
তবে মৃতদেহটির গলায় জখমের দাগ আছে। বিথি খাতুন নামের ওই নারী স্থানীয় আনোয়ার ডায়াগনিস্টিক ও মুক্তার জেনারেল হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিল ও অর্জুনপুর বরমহািিট এলাকার আমজাদ হোসেনের মেয়ে বলে জানা গেছে।
সময় জার্নাল/এলআর