মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাবিতে মানববন্ধন

মঙ্গলবার, মে ২৫, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাবিতে মানববন্ধন

নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৫ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডেস্টুডেন্ট রাইটস এসোসিয়েশন আয়োজিত এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচিতে আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সভ্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রম বন্ধ আছে। সরকার চাইলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষা-কার্যক্রম চালু রাখতে পারতেন। সরকার সেটি করেননি। এখন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। ফলে দ্রুত স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরী।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষরাও মানসিক ভারসাম্য হারাচ্ছেন। কখনও কখনও পরিবারের সদস্যদের উপরে আচরণ কঠোর হয়ে যাচ্ছে। অন্যদিকে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়াও সম্ভব হচ্ছেনা। করোনা প্রতিরোধে কি ভূমিকা রাখা দরকার সেটি বিশ্ববিদ্যালয়েই গবেষণা হওয়ার কথা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে অনেক গবেষণা কার্যক্রম স্থবির।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমরা অনালইনে আসক্ত হয়ে পড়ছি। দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি। এতে হতাশা বৃদ্ধি পাচ্ছে। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন।
ফলে অবিলম্বে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর দাবি জানাচ্ছি।

সংগঠনের সিনিয়র সদস্য জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় ও সভাপতি কে এ এম সাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল আলিম, আরবী বিভাগের আলম মাসুদ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ
সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জেবা মাকসুরা প্রমুখ। 

এছাড়া বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল