নিজস্ব প্রতিবেদক:
কয়েকবছর ধরেই ক্ষমতাসীন দলের সঙ্গে সক্রিয়ভাবে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গুঞ্জন ছিল আসছে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন তিনি। অবশেষে গুঞ্জন সত্য হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন এই চিত্রনায়ক।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন। সেখানে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী হিসেবে নায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন তিনি।
ওবায়দুল কাদের যেখানে বসে কথা বলছিলেন ঠিক তার পেছনের সারিতে বসা ছিলেন নায়ক ফেরদৌস।
গত শনিবার সকালে ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছিলেন ফেরদৌস।
এমআই