এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলো ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বহিষ্কারের ব্যাপারে জানান, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য , মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর