মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নলছিটি উপজেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ডা.মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর।
অনুষ্ঠানে জানানো হয়, মানুষকে বিজ্ঞান মনস্ক করতে এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী শীর্ষক সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ সর্বমোট ১০ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।
‘নলছিটি সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সেমিনার ও প্রদর্শনী বাস্তবায়ন করেন’।
সময় জার্নাল/এলআর