কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক’ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন ‘স্মার্ট বাংলাদেশ’ এর কম্পোনেন্ট লীড ফারুক আহমেদ জুয়েল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আগে আমরা স্মার্টনেস বলতে বুঝতাম কাজে-কর্মে, কথা-বার্তায়, পোশাক-পরিচ্ছদে কতখানি সক্রিয়, আর এখন স্মার্টনেস বলতে বুঝি কতখানি সময় বাঁচিয়ে, ভুলত্রুটি কমিয়ে কাজ করা যায়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন। স্মার্ট হতে হবে নৈতিকতায়। সততা থাকলে তবেই পরিপূর্ণ স্মার্ট হওয়া সম্ভব। নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার শিখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। বিশ্ববিদ্যালয় স্মার্ট না হলে বাংলাদেশ স্মার্ট হবেনা। বিশ্বের উন্নয়নের সাথে আমাদের খাপ খাওয়াতে হবে।
এমআই