মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ।
মঙ্গলবার (২৫ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খলিফার সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওনের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করে।
এ সময় রেজাউল করিম শাওন বলেন, পুলিশের কাছে একটাই দাবি; ঢাবি ছাত্র হাফিজুরের মৃত্যুর যেন সুষ্ঠ তদন্ত হয়। এছাড়া আমরা হাফিজুরের পরিবারের পাশে আছি। যতদিন পর্যন্ত সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার না পাবো তদন্ত আমাদের কর্মসূচি চলবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক খায়রুল বাসার সাকিব, শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।
সময় জার্নাল/ইএইচ