শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজান

বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজান

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, বীর প্রতীক বাহার রেজা, বেলজিয়াম আ’লীগের সভাপতি বজলুর রশীদ ভুলু, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়ন, বেলাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইসমাইল হোসেন বাচ্চু, পৌর আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়া মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কামাল, যুবলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল