শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের ৪টি আসনে ২৮ মনোনয়ন জমা

বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
কুড়িগ্রামের ৪টি আসনে ২৮ মনোনয়ন জমা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগের ৪ জন ও জাতীয় পার্টির মনোনীত ৪ জন প্রার্থীসহ মনোনয়ন জমা দিয়েছেন মোট ২৮ জন প্রার্থী। প্রার্থীরা রির্টানিং অফিসার ও সহকারী নির্টানিং অফিসারের নিকট
মনোনয়ন পত্র জমা দেন।

কুড়িগ্রাম-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী আসলাম হোসেন সওদাগর ও জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান সহ
মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন প্রার্থীরা। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছে ৬টি।

কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: জাফর আলী ও জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছিল ৮টি। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানসহ মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছেলি ৮টি।

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: বিপ্লব হাসান ও জাতীয় পার্টির প্রার্থী একেএম সাইফুর রহমানসহ মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন পত্র বিতরণ হয়েছিল ১৯টি।

এর আগে কুড়িগ্রাম- ১ আসনে ৬টি, কুড়িগ্রাম-২ আসনে ৮টি, কুড়িগ্রাম-৩ আসনে ৮টি ও কুড়িগ্রাম-৪ আসনে ১৯টি সহ মোট
৪১টি মনোনয় পত্র সংগ্রহ করেন আওয়ামীলী, জাতীয় পার্টি, জেপি, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ওয়ার্কাস পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এরমধ্যে তৃণমুল বিএনপি’র একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল