মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুর-৬ আসনে মনোনয়ন পত্র দাখিলে নির্ধারিত সময়ের ১ মিনিট অতিবাহিত হওয়ায় মনোনয়ন পত্র জমা না নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন।
বৃহস্পতিবার রাত ১০টায় হাকিমপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, বেলা ৪টা ১ মিনিটে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য উপস্থিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় মনোনয়ন পত্র গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেন। নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেছে বলে তাদের সাফ জানিয়ে দেন। মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, অন্যান্য স্থানে বেলা ৪ টার পরেও মনোনয়ন পত্র জমা নেয়া হলেও হাকিমপুরে ১ মিনিট অতিক্রম হওয়ায় মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি। তার মনোনয়ন জমা নেয়ার দাবি জানান তিনি।
এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় জানান, প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়ন দাখিল করতে না পারায় তার মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি।
এমআই