আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্তঃদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গওহর আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার তিনি নির্বাচিত হন।
তোশাখানা মামলায় অযোগ্যতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য গওহর খানকে মনোনীত করেছিলেন।
পাকিস্তানের পেশোয়ারে ফলাফল ঘোষণা করেছেন দলের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি। তিনি উমর আইয়ুব খানকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।
তিনি জানান, আলি আমিন গন্ডাপুর এবং ড. ইয়াসমিন রশিদকে যথাক্রমে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে পার্টির প্রাদেশিক সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সময় জার্নাল/এলআর