এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি অংশ হিসেবে অবরোধ ও হরতালের সমর্থনে জেলা যুবদলের মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম তালুকদারের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কে এ মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তারা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেয় এবং অবরোধ সফলের স্লোগান দেন।
এসময় জেলা যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর জানান, সরকারের পতন পর্যন্ত আমাদের এ আন্দোলন, মশাল মিছিল এবং বিক্ষোভ অব্যাহত থাকবে।
এমআই