স্পোর্টস ডেস্ক:
আজ প্রথমবার মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বেনোনিতে সন্ধ্যায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে বাংলাদেশ।
রোববার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই নামবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে গড়াবে খেলা।
এবারের সফরে বেশ লম্বা হতে যাচ্ছে নিগার সুলতানাদের। দীর্ঘ প্রায় এক মাস দক্ষিণ আফ্রিকায় অবস্থান করবে বাঘিনীরা। স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী ৬ ও ৮ ডিসেম্বর কিম্বারলিতে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমে ও বেনোনিতে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে টাইগ্রীসরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড তেমন একটা সুবিধার না বাংলার নারীদের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ পাঁচ দেখায় সবগুলোতেই হেরেছে নিগার-নাহিদারা।
তবে এই সিরিজে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না প্রোটিয়ারা। স্পিন বান্ধব পরিবেশ থেকে আফ্রিকার পেস সহায়ক উইকেটে, নিজেদের চেনানোর চ্যালেঞ্জ ফারজানা-মারুফাদের। তা ঠিক-ঠাক করতে পারলে হয়তো নতুন কোনো উপলক্ষ আসতে পারে বাংলাদেশ ক্রিকেটে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।
সময় জার্নাল/এলআর