আন্তর্জাতিক ডেস্ক
প্রায় দু’মাস ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে গাজায় ইসরায়েলের চার শতাধিক সেনা নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজায় সব মিলিয়ে ইসরায়েলের ৪০১ সেনা নিহত হয়েছে। হামাসের হামলায় এসব ইসরায়েলি সেনার প্রাণ গেছে।
ইসরায়েলের এ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার পর্যন্ত ইসরায়েলের এসব সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজায় স্থল অভিযানের পর ইসরায়েলের ৭৫ সেনা নিহত হয়েছে। এ ছাড়া বাকিসংখ্যক সেনারা হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে নিহত হয়েছে।
এর আগে গত সপ্তাহের গাজায় যুদ্ধবিরতি চলাকালে হামাসের এক সিনিয়র নেতা জানিয়েছিলেন, ফিলিস্তিনি বীর যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৫০০ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।
গাজায় প্রাণ গেছে ৪০১ ইসরায়েলি সেনার
ইসরায়েলি প্রশাসনকে চোর ও খুনি বলে এরদোয়ানের তিরস্কার
রোববার তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসের ব্রিগেড ইসরায়েলি সেনাদের একটি তাঁবুতে হামলা চালিয়েছে। ওই তাঁবুতে ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিল।
সংবাদমাধ্যমটি জানায়, হামাসের এ হামলায় বেঁচে যাওয়া সেনাদের ওপর পুনরায় হামলা চালিয়েছে তারা।
আল কাসেম ব্রিগেড জানিয়েছে, ৩টি স্থানে বৃত্তাকারে সেনাবিধ্বংসী গ্রেনেড ছুড়েছে ব্রিগেডের সেনারা। এগুলো ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাঁবু ছিল। জুহর আদ-দিকের পূর্বাঞ্চলের তাঁবুতে এ হামলা করা হয়।
উল্লেখ্য, সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।