আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফলে করোনা প্রতিরোধে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় যারা আটকেপড়া ছিলেন তারা ভিসা জটিলাতা থেকে মুক্তি পেলেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ ঘোষণা দেয়া হয়েছে। সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশনায় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি পূরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদির ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভিসার মেয়ার বৃদ্ধির প্রক্রিয়াটি জাতীয় তথ্যকেন্দ্রের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য পাসপোর্ট অধিদফতরে (জাওয়াজাত) রিপোর্ট করার প্রয়োজন পড়বে না।
সৌদি গেজেট ও সিয়াসাত ডেইলি খবরে বলা হয়েছে আগামী ২ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।
মহামারী বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকা পড়েছেন। তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
সময় জার্নাল/এমআই