সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্রগ্রামের সীতাকুণ্ডে ইকবাল হোসেন রুবেল(৩৬) নামের ব্যক্তির বিরুদ্ধে , নারীর শ্লীতাহানী ও হুমকিধমকি সহ বিভিন্ন অভিযোগে মানবন্ধন করেন ভূক্তভুগি নারীসহ এলাকাবাসী।
ভূক্তভুগি রোজিনা আক্তার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ মো: আবদুল মোমিনের স্ত্রী। একি এলাকার মৃত আবুল বশরের ছেলে ইকবাল হোসেন রোবেল।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজারে ইকবাল হোসেন রোবেলের বিরুদ্ধে এই মানবন্ধন করেন। এসময় এলাকাবাসী তার এসব অপকর্মের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গত ২৩ নভেম্বর প্রাথমিক ভাবে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে। ভূক্তভুগির নারী গত ২৭ নভেম্বর চট্রগ্রাম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলা নং সি আর ১৮৫-২৩।
মানবন্ধনে রুজিনা আক্তার অভিযোগ করেন, বিভিন্ন সময় তাকে হুমকিধমকি, হয়রানি, প্রভাবশালীদের ভয়ভিতি সহ বিভিন্ন ভাবে সামাজিকভাবে হেয়-প্রতিপণ করতে চাই।
সময় জার্নাল/এলআর