আন্তর্জাতিক ডেস্ক:
ঘূর্ণিঝড় মিগজাউমের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ ভারতের চেন্নাই শহর। দুই দিনের ভারী বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছপালা। বিদ্যুতের খুটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
প্রবল এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। প্রতিবেদন- হিন্দুস্তান টাইমস।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্থল্ভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। বুধবার (৬ ডিসেম্বর) এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্র প্রদেশে অবস্থান করছে। আগামী ছয় ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে তামিলনাড়ুর প্রাদেশিক রাজধানী চেন্নাই, কাঞ্চিপুরামসহ বিভিন্ন জেলা।
এছাড়াও ঘর-বাড়ির পাশাপাশি হাসপাতালে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। প্রাণহানির সংখ্যাও ক্রমেই বাড়ছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে পানিবন্দীদের উদ্ধার করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ সামগ্রী দিচ্ছে দেশটির সেনাবাহিনী।
অন্যদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চেন্নাই পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যাসহ বৃষ্টিপাতজনিত নানা কারণে ভারতের চেন্নাইয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।
তবে ক্ষয়ক্ষতি কমাতে দুইটি রাজ্যের কর্তৃপক্ষই আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে। এজন্য উপকূলীয় অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া রাজ্যের কর্মকর্তারা বলেছেন, জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
সময় জার্নাল/এলআর