সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ফিলিস্তিন ইস্যুতে সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩
ফিলিস্তিন ইস্যুতে সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি হামলা ক্রমশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। রেহাই পাচ্ছে না হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকরা। ধ্বংস করে দেওয়া হচ্ছে মসজিদ। গাজার অর্ধেক মানুষ খাবার পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস।

ইসরায়েলের অভিযানের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সংবাদ মাধ্যম নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় সাধারণ পরিষদে এই অধিবেশন ডাকা হয়েছে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা ওই চিঠিতে ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিশ ফ্রান্সিস জানান, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় এই অধিবেশন বসবে। ইতোমধ্যে জাতিসংঘের সব সদস্যদেশকে চিঠি দিয়েছেন ডেনিশ ফ্রান্সিস। চিঠিতে তিনি উল্লেখ করেন, মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে বিশেষ এই অধিবেশন ডাকা হয়েছে। মিসর আরব দেশগুলোর জোট আরব গ্রুপের সভাপতি, আর মৌরিতানিয়া মুসলিম দেশগুলোর জোট ওআইসির সভাপতি।

মূলত, জাতিসংঘের সাধারণ পরিষদ ৩৭৭ রেজল্যুশন উল্লেখ করে এই চিঠি দেওয়া হয়। ১৯৫০ সালে অনুমোদন দেওয়া এ রেজল্যুশনে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে তখন পরিষদের ১৯৩ সদস্য পদক্ষেপ নিতে পারবে।

চিঠিতে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি না হওয়ার কারণে এবং মানবাধিকার আইন সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের মাধ্যমে অধিকৃত গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরের অবস্থা ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে।

চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক জনগণের উপর সামরিক আগ্রাসন চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী ও পুরুষকে হত্যা ও আহত করেছে। এছাড়াও চিঠিতে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রে ইসরায়েলের বাধা এবং পরিস্থিতির ভয়াবহতা আরও বৃদ্ধির দিকে ধাবিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এর আগে শুক্রবার গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলে সংযুক্ত আরব আমিরাত। এতে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই প্রস্তাবে সমর্থন জানায়। যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। তবে প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। আর এতেই ভেস্তে যায় গাজায় সংঘাত বন্ধের সম্ভাবনা।

নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই ব্যর্থতার জন্য পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছেন তিনি। গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল