আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ৭৬ হাজার ১৬৮। এর মধ্যে মারা গেছে ৩৫ লাখ ১২ হাজার একশ ৮৭ জন। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এরই মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭ লাখ ২ হাজার ৮৭৭ জন। এই মারণভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের দু’শ ২০টি দেশ ও অঞ্চলে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৬৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি।
সময় জার্নাল/ইএইচ