মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মহান বিজয় দিবসে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন(সিইউবিডি) এর উদ্যোগে বিনামূল্যে নারী-পুরুষ ১২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ১০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সারাদিন ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ রনি মজুমদার, মোবারক হোসেন রিপাত, নিহাল, রাফি, ফরহাদ রহমান, মডারেটর কাজী জাহিদুল ইসলাম, মোঃ ইউসুফ, ইসমাইল হোসেন, আরমান, নাহিদসহ স্বেচ্ছাসেবী সদস্যরা। বিজয় দিবসে ভিন্নরকম এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সচেতন মহলের।
এছাড়াও চিকিৎসা নিতে আসা গরীব ও অসহায় নারী-পুরুষ চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ‘প্রবাসী ও দেশে থাকা মানবতার মানুষদের সহযোগিতায় চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন নিয়মিত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যেন আরো বেশি করে মানুষের সেবা করতে পারি, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন’।
এমআই