নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিতে অভ্যন্তরীণ বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে সন্ধ্যায় আরও এক দফা অভ্যন্তরীণ বৈঠক করেছে দলটি।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আধা ঘণ্টাব্যাপী বৈঠক করে আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাত পৌনে নয়টায় আবারও আলোচনার টেবিলে বসেছে ক্ষমতাসীনরা।
সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয়ে আসেন। এর পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কার্যালয়ে প্রবেশ করেন।
প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করে নেতারা কার্যালয় ত্যাগ করেন।
রাত পৌনে ৯টার দিকে আবার আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।
এমআই