নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেনাসদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান।
বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে।
সময় জার্নাল/এলআর