আন্তর্জাতিক ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) অধুনা বিপ্লবের সাক্ষী হলো পাকিস্তানের সাধারণ নির্বাচন। দুর্নীতি এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় জেলবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবার নির্বাচনী প্রচারে সাহায্য নিলেন ওই অত্যাধুনিক প্রযুক্তির।
ইতিমধ্যের পিটিআই-এর বিভিন্ন জনসভায় ইমরানের ‘ভিডিও বক্তৃতা’ প্রচার করা হচ্ছে। তবে জেল থেকে রেকর্ড করা বক্তৃতা নয়, ইমরানের ছবি এবং কণ্ঠস্বর নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই প্রচার-ভিডিওটি বানানো হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। ইমরান জেলে থাকলেও তার দল পিটিআই নির্বাচনে অংশ নিচ্ছে।
ইমরানের দল পিটিআই জানিয়েছে, ভার্চুয়াল সমাবেশ ব্যাপকভাবে সফল হয়েছে। ইমরান খানের ওই সমাবেশ ইউটিউব, ফেসবুক ও টুইটারে দেখেছে ৫০ লাখের বেশি লোক। দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ব্যাপক বিঘ্ন থাকার মধ্যেই লোকজন হুমড়ি খেয়ে পড়ে ইমরান খানের বক্তৃতা শুনতে।
সরকারি নিষেধাজ্ঞা থাকায় পিটিআই এই ভার্চুয়াল সমাবেশের আয়োজন করে।
নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বহাল রাখতে পিটিআইয়ের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন পরিচালনকারী শীর্ষ সংস্থা ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি)।
তার পর চলতি মাসের গোড়ায় পিটিআই-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ নেতা গওহর আলি খান। পাশাপাশি পিটিআইয়ের সাংগঠনিক বৈঠকে সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত হন ওমর আইয়ুব খান।
১৯৯৬ সালে পিটিআই তৈরির পরে এই প্রথমবার ইমরানের পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করা হয়েছে দলীয় চেয়ারম্যান হিসেবে। পেশায় আইনজীবী গওহর ইমরান ও পিটিআইয়ের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় যুক্ত রয়েছেন।
সময় জার্নাল/এলআর