বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ফরিদপুরে শামীম হকের মনোনয়ন বৈধ হওয়ায় আনন্দ মিছিল

মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩
ফরিদপুরে শামীম হকের মনোনয়ন বৈধ হওয়ায় আনন্দ মিছিল

এহসান রানা,  ফরিদপুর প্রতিনিধি: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা  বৈধ হওয়ায়  আনন্দ মিছিল  অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শামীম হকের  মনোনয়ন বৈধ হওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও মিছিল শহর প্রদক্ষিণ করে।

মিছিলে শামীম হকের সমর্থনে নেতা কর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

 এ ব্যাপারে  নেতৃবৃন্দরা জানান,  জননেতা শামীম হক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত  । নেতাকর্মীরা  আগামী ‌৭ ই জানুয়ারি  নৌকা  প্রতীকে  শামীম হক কে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

একই সাথে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল