বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো ঐতিহ্যবাহী ১০৩নং নলছিটি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলার সফল ছাত্রলীগ সভাপতি, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক অনিক রহমান সরদার।
এ উপলক্ষে ২০ ডিসেম্বর, বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সিমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতিকে কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এবং সম্বর্ধনা প্রদান করেন। প্রথমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. আলমগীর হোসেন আলোর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নব-নির্বাচিত সভাপতি অনিক রহমান সরদার।
তিনি এসময় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন আমাকে দায়িত্ব প্রদান করায় আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল কাজে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নব-ঘোষিত কমিটির সহ-সভাপতি কাউন্সিলর মামুন মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আইরিন চৌধুরী প্রমুখ।
সময় জার্নাল/এলআর