মামুনুর রশিদ মাহিন, (সীতাকুণ্ড)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে মানসিক ভারসাম্যহীন এক নারীর জন্ম দেওয়া নবজাতকে রেখে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিঃসন্তান রাশেদুল ইসলাম-নাঈমা সুলতানা দম্পতির কোলে ঠাঁই হলো নবজাতক সেই মুক্তির।উপজেলা প্রশাসন তাদের জিম্মায় তুলে দেওয়া হয়।
এর আগে মায়ের অনুপস্থিতিতে পাঁচদিন ধরে নবজাতকটি লালন-পালন করছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তাকে অন্য এক মায়ের বুকের দুধ পান করানো হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শিশুটির জন্ম হওয়ায় নাম রাখা হয়েছে ‘মুক্তি’।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী।
সময় জার্নাল/এলআর