অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
জায়গা জমির ঘটনায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাংবাদিক ও দলিল লেখক আনোয়ার হোসাইন ও তার ছোট ভাই আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিটিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা জসিম হোসেন ও তার দলবল।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামের আলাবক্স চৌধুরী বাড়ির রফিক উল্লার ছেলে সাংবাদিক ও দলিল লিখক আনোয়ার হোসাইন ও আরিফ হোসেনকে জায়গা জমির দ্বন্দ্বের যে ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্য একই বাড়ির আমির হোসেনের ছেলে ইয়াবা ব্যবসায়ী জসিম হোসেন, আমির হোসেন ও হাজেরা খাতুন মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী লোহার রড ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে মাথাফাটা রক্তাক্ত জখমসহ আরিফের হাত ভেঙে দেয়।
প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন, রায়হান হোসেন ও রাকিব হোসেনসহ আরো অনেকেই সাংবাদিকদের জানান জসিম, আমির হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা বিষয়ক দ্বন্ধ চলে আসছে। এই নিয়ে একাধিক সালিশ বৈঠকে বসলেও আমির হোসেন ও জসিম হোসেন না মানায় তা সমাধান হয়নি।
শুক্রবার বিকেল তিনটার দিকে জমি রেজিস্ট্রি করার জন্য পার্টির দেয়া এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে আনোয়ার হোসাইন বাড়ির দিকে যাওয়ার পথে তার ছোট ভাই আরিফকে আমির হোসেন মারধর করে। ছোট ভাইয়ের শৌরচিৎকারে আনোয়ার হোসাইন এগিয়ে গেলে পিছন থেকে জসিম লোহার রড দিয়ে আঘাত করে। এতে আনোয়ারের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় ও আরিফ হোসেনের বাম হাত ভেঙে যায়। এ সময় সাথে থাকা এক লক্ষ দশ হাজার টাকা, মোবাইল ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা
আমির হোসেন এর সাথে এ নিয়ে কথা বলার চেষ্টা করলে তিনি অস্রাব্য ভাষায় গালমন্দ করে চলে যান। এই নিয়ে আনোয়ার হোসাইন বাদী হয়ে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেন।
সময় জার্নাল/এলআর