বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি বাহিনী মঙ্গলবার তিন সৈন্য নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর ইসরাইলি সৈন্য নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ১৬১-এ।
মধ্য গাজায় তীব্র লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরো ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এই দাবি ইসরাইলিদের। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মতে, তাদের হাতে ইসরাইলের হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে।
ইসরাইলি বাহিনী বলেছে, মঙ্গলবার হামাসের আল-বুজেইজ ব্যাটালিয়নের সাথে মধ্য গাজায় তাদের তীব্র সংঘর্ষ হয়। এতে তাদের তিন সৈন্য নিহত হয়।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার রাতে জানান, তাদের বাহিনী গাজার খান ইউনিসে অভিযান চালাচ্ছে। তারা সেন্ট্রাল ক্যাম্প নামক স্থানে যুদ্ধ করছে।
তিনি বলেন, তারা এখন নতুন পদ্ধতিতে এবং ভিন্ন বাহিনী নিয়ে লড়াই করছেন। তিনি বলেন, পরিস্থিতির আলোকে তাদের কৌশল পরিবর্তন করতে হচ্ছে।
দক্ষিণ গাজার সবচেয়ে বড় নগরী হলো খান ইউনিস। ইসরাইলিরা মনে করছে, হামাসের নেতারা এখানে অবস্থান করছেন। তাদের ধারণা, সোমবারও হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখানে ছিলেন। তিনি এখান থেকেই ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাটি দিয়েছিলেন।
৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলার পর এটাই ছিল সিনওয়ারের প্রথম বার্তা।
সময় জার্নাল/এলআর