বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশন নামের একটি তেলের পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটার দিকে তেল পাম্পের ট্যাংকিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতা-হতের ঘটনা ঘটেনি। তেল পাম্প মালিক আক্কাস আলীর দাবি ট্যাংকিতে ২৭ হারাজ লিটার পেট্রোল ও অকটেন ছিল। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে এটি কোন নাশকতা নয় বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বিকেলে লরি থেকে পাম্পের ট্যাংকিতে তেল লোড দেয়ার সময় ট্রাকের আর্থিংয়ের কারণে আগুন লাগতে পারে। তবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি পুরপুরি নিশ্চিত হওয়া যাবে।
এমআই