মাহবুবুল হক খান:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র নির্বাচন-২০২৩ উপলক্ষে গাজী-গনি পরিষদের পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে পরিষদ পরিচিতি সভায় বক্তব্য রাখেন গাজী-গনি পরিষদের সভাপতি প্রার্থী ও বিএফইউজে'র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।
গাজী-গনি পরিষদের মহাসচিব প্রার্থী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল হাই সিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, ডেইলি নিউন্যামনের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে বিএফইউজে'র অন্তর্ভুক্ত সারা দেশের ১৮টি ইউনিটের সাংবাদিকবৃন্দ (কাউন্সিলরগণ) উপস্থিত ছিলেন।
গাজী-গনি পরিষদের প্রার্থীরা হলেন-সভাপতি রুহুল আমিন গাজী, সহ-সভাপতি এমকেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন, মুহাম্মদ খায়রুল বাশার, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব বাছির জামাল, এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান সাজু, নির্বাহী সদস্য মো. মোদাব্বের হোসেন, শাহীন হাসনাত, ম. হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক বাচ্চু, অপর্না রায় ও মুহাম্মদ আবু হানিফ।
এমআই