এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে আসছেন আওয়ামীলীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে ও জনসভাকে সফল করতে চলছে জোরশোর প্রস্তুতি। নির্বাচনী জনসভা থেকে জেলার উন্নয়নের প্রতিশ্রুতি আশা করেন ফরিদপুরবাসী।
আগামী ২রা জানুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় অংশ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারীর নির্বাচন উপলক্ষে কলেজে মাঠে স্থাপিত শেখ কামাল মুক্তমঞ্চে ভাষন দিবেন তিনি।
মঞ্চের সাজসজ্জা, সাউন্ড সিস্টেম সেট করা, মাইক লাগানে, মাঠের মধ্যে বাশ, খুটি স্থাপন, গেট নির্মানসহ সকল ধরনের প্রস্তুতি চলছে। রাত-দিন করে মাঠ তৈরিতে ব্যস্ত সকলে। শহরের রাস্তা ঘাট মেরামত করা, রং চঙের কাজে শেষ পর্যায়ে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা কে সফল করতে নেতাকর্মীরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন। জনসভা কে জনসমুদ্রে পরিনত করতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলার ৪টি আসনের নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ভোট চাইবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ভোটারদের মনজয় করে ভোট পেতে জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চাই নৌকার প্রার্থী ও সমর্থকেরা।
সময় জার্নাল/এলআর