চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে কামাল হোসেন(৫৫) নামে বেদে সম্প্রদায়ের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলনের ব্যক্তিগত অফিসের সামনে এ ঘটনা ঘটে।নিহত কামাল হোসেন একই গ্রামের মরহুম লতিফ সর্দারের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মহি উদ্দিন ও ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলন। এ ঘটনায় বেদে সম্প্রদায়ের দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নিহত কামাল হোসেনের পরিবার সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, কালিকাপুর গ্রামের বেদে সম্প্রদায়ের মহি উদ্দিনের
মেয়ে বাতিসা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে বুধবার রাতে একই সম্প্রদায়ের আহসান উল্লাহ তোয়ানের ছেলে
আমান উল্লাহ জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। স্থানীয় ইউপি সদস্য
নিজাম উদ্দিন মিলন বিষয়টি মিমাংশার জন্য মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার সকালে নিজ অফিস কক্ষে শালিশ বৈঠকের আয়োজন করে। শালিশে মেয়েটিকে ‘অপ্রাপ্ত বয়স’ এর কারণে ইউপি সদস্য মেয়েকে বাবার জিম্মায় দিতে চাইলে মেয়ে যেতে রাজি হয়নি। মেয়েটি তার প্রেমিক আমান উল্লাহর সাথে থাকবে বলে প্রকাশ্যে জানিয়ে দেয়। মেয়ের দাদা কামাল হোসেন বিষয়টি মেনে নিতে না পেরে অফিস কক্ষের শালিশ বৈঠক থেকে বেরিয়ে পড়লে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে টানা হেছড়া করে।
এতে কামাল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক কামাল হোসেনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাতিসা ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলন বলেন, ‘বুধবার রাতে বেদে সম্প্রদায়ের এক মেয়েকে নিয়ে এক ছেলে পালিয়ে যায়।
বিষয়টি সামাজিকভাবে মিমাংশার জন্য ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা শুক্রবার আমার অফিস কক্ষে বসে। এক পর্যায়ে মেয়ে ছেলের সাথে থাকতে চাইলে দাদা কামাল হোসেন বিষয়টি মেনে নিতে না পেরে অফিস কক্ষের বাইরে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে’।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। পুলিশি তদন্ত শেষে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে’।