মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
রবিবার (৭ জানুয়ারী-২০২৪) সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে সকাল ৮টায় থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে রাত ১১টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৯টার দিকে শহরের চাউলিয়াপট্টি শিক্ষা দপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকরা ভিড় করলেও বিজিবির একটি ভ্রাম্যমান দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ভোটকেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি শান্ত হয়।
রবিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পরে ও বিকেলে উপস্থিতির হার কিছুটা বৃদ্ধি পায়। তবে ভোটকেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশী ছিল। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোট প্রদান করে।
কয়েকজন ভোটার জানান, কোনরকম ঝামেলা ছাড়াই লাইনে না দাঁড়িয়েই সুষ্ঠুভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন।
জেলার ৬টি আসনে দুইজন নারী প্রার্থীসহ ৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ২৯ জন্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলার ৬টি আসনে ৯টি পৌরসভা ও ১০৪টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৭৪০ জন ও মহিলা ভোটার ১২ লাখ ৫২ হাজার ৬৫১ জন। ৮৩০টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ ৫ হাজার ৬৬১টি।
এমআই