বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রামুতে বিশাল ব্যবধানে এগিয়ে কমল, জনতার উচ্ছ্বাস

রোববার, জানুয়ারী ৭, ২০২৪
রামুতে বিশাল ব্যবধানে এগিয়ে কমল, জনতার উচ্ছ্বাস

খালেদ হোসেন টাপু , রামু:

রামুতে শান্তিপূর্ণভাবে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার ব্যাপক কর্মতৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রামু উপজেলার ১১ টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহন চলে। 

 কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনের এ নির্বাচনে রামু উপজেলায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। রামু উপজেলার ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল (নৌকা) পেয়েছেন ৮৬ হাজার ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ (ঈগল) পেয়েছেন ৭ হাজার ৭৪৯ ভোট। 

রোববার, ৭ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৬৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ভোট গণনা শেষে উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল ঘোষণা করা হয়। এরআগে ভোটের সরঞ্জাম রামু উপজেলা পরিষদের নির্বাচনী কন্ট্রোল রুমে নিয়ে আসেন নির্বাচনে দায়িত্ব পালনকারি আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য কর্মকর্তারা। রামু উপজেলা পরিষদ বাঁকখালী মিলনায়তনে নির্বাচনে কন্ট্রোল রুম থেকে সরাসরি  ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। 

এদিকে সকাল ৮ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন, কক্সবাজার-৩ আসনের নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপি। অন্যদিকে নির্বাচন চলাকালে রামুতে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব ছিলো না ।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ভোটার ছিলো ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৭৬টি। এর মধ্যে রামুতে ৬৪টি, কক্সবাজার সদরে ৭৬টি ও নবগঠিত ঈদগাঁও উপজেলায় ছিলো ৩৬টি ভোটকেন্দ্র। 

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল (নৌকা), জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন (হাতঘড়ি), ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু (কুঁড়েঘর), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইব্রাহিম (টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল)। যদিও ভোটগ্রহন শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল