শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নরসিংদীর ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রোববার, জানুয়ারী ৭, ২০২৪
নরসিংদীর ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর ৫টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুর হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। রাত সাড়ে ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (হিরো)। তিনি পেয়েছেন ৮৮,১৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরজ্জামান পেয়েছেন ৫৫,৫৫৯ ভোট।
নরসিংদী ২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারল আশরাফ খান। তিনি পেয়েছেন ৮৬,৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন ৪,৯১৫ ভোট।
নরসিংদী ৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পেয়েছেন ৫৬,৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান পেয়েছেন। ৪৫,১১৫ ভোট। নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি পেয়েছেন ৭৭,৯৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান পেয়েছেন ৭০,৬৮৫ ভোট।

নরসিংদী ৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১,১১,৭৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৬৪,০৭৭ ভোট।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল