খালেদ হোসেন টাপু, রামু:
দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৬৭ হাজার ০৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এমপি কমলের নিকটতম স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ ঈগল পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে
রামু উপজেলায় নৌকা- ৮৬২৪৯ ঈগল- ৭৭৪৯,
কক্সবাজার সদর/পৌরসভা নৌকা- ৫৭৩৭৮, ঈগল- ৭৬৪৭,
ঈদগাঁও উপজেলা নৌকা-২৩৪১২ ও ঈগল-৬৫৫০ ভোট
এদিকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার সদর, পৌরসভা, রামু ও ঈদগাঁও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলাকে নতুনভাবে সাজাতে চাই।
তিনি আরো বলেন, আমি বিগত দিনে আমার নির্বাচনী এলাকায় যে পরিমাণ উন্নয়ন করেছি আগামীতেও সে এলাকা গুলোতে আরো বেশি উন্নয়ন করব।
এমআই