শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের বিরাট জয়

রোববার, জানুয়ারী ৭, ২০২৪
আওয়ামী লীগের বিরাট জয়

সময় জার্নাল ডেস্ক:

টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯৮ আসনের মধ্যে ২২৩টিতে জয় নিশ্চিত করেছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৬১ আসনে। জাতীয় পার্টি জয়ী হয়েছে ১১টিতে আর ২ অন্যান্য। বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিজ আসনে জয় নিশ্চিত করেছেন। তবে মন্ত্রিসভার তিন সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।  

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক তথ্যানুযায়ী, ৪০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনে। বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় প্রদত্ত ভোট ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ। শেষ ঘণ্টায় ১৩ শতাংশের বেশি ভোট পড়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন বর্জন সফল হয়েছে। সিংহভাগ কেন্দ্র ছিল ভোটারশূন্য। সরকার ভোটের হার ৪০ শতাংশ বলতে চাইলে বলুক। চাইলে ১০৫ শতাংশও বলতে পারে। 

নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে এদিন ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হয়। রাজধানীতে দিনভর ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম। গ্রামীণ এলাকায়, সেখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে ভোটারদের সারি ছিল।

নির্বাচনে ভরাডুবি হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ২৬ আসনের মাত্র ১১টিতে জয় পেয়েছে লাঙ্গল। নৌকার প্রার্থী না থাকলেও বাকি ১৫ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে হেরেছে জাপা। ছাড় পাওয়া ছয় আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেও ভরাডুবি হয়েছে ১৪ দলের শরিকদের। জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরেছেন স্বতন্ত্রের বিপক্ষে।
 
বিএনপিহীন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবারের নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র হওয়ার উৎসাহ দিয়েছিল আওয়ামী লীগ। এমন অন্তত ৬১ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত কিংস পার্টি নামে পরিচিতি পাওয়া দলগুলোরও ভরাডুবি হয়েছে। কোথাও জিততে পারেননি তৃণমূল বিএনপি, বিএনএমের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির দলছুট নেতারাও ভোটে জিততে পারেননি। তবে জয় পেয়েছেন বিএনপির আন্দোলন ছেড়ে নির্বাচনে অংশ নেওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কক্সবাজার-১ আসনে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমপি জাফর আলম কেন্দ্র দখল করে বিজিবি সিল মারছে অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। অনিয়মের অভিযোগে আরও ৩৫ প্রার্থী ভোট চলাকালে নির্বাচন বর্জন করেছেন। 
 
এদিকে জাতীয় পার্টি ২৬৪ আসনে প্রার্থী দিলেও অধিকাংশ স্থানে জামানত রক্ষাই কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন থেকে নৌকা সরিয়ে দেওয়ার পরও তারা মাত্র ১১টি আসনে জয় নিশ্চিত করতে পেরেছে। 
   
ভোট নিয়ে দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় নির্বাচন। বিএনপিসহ নির্বাচন বর্জনকারী নিবন্ধিত ১৬টি রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিইসি। 

ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৪২ হাজার ২৪টি কেন্দ্রের মধ্যে ১৪০ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। অন্তত ৯টি আসনের ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। অনেক কেন্দ্রে নৌকা ছাড়া ভিন্ন দলগুলোর প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। সিইসি নিজেও জানিয়েছেন, ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দিয়েছিল হঠাৎ করে নিবন্ধন পেয়ে আলোচনায় আসা তৃণমূল বিএনপি। ১৩৫টি আসনে দলটির প্রার্থী ছিল। এর বাইরে ১০০টির বেশি আসনে প্রার্থী ছিল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)। তারা ১২২টি আসনে প্রার্থী দিয়েছিল।

রংপুর বিভাগ 

রংপুর বিভাগের আট জেলার মোট ৩৩টি আসনের মধ্যে ২৭টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ ১৯টি, জাতীয় পার্টি ২টি এবং স্বতন্ত্র ৬টি আসনে বিজয়ী হয়েছে। পঞ্চগড়-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (১ লাখ ২৪ হাজার ৭৪২), নিকটতম স্বতন্ত্র আনোয়ার সাদাত সম্রাট (৫৭২১০); পঞ্চগড়-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি (১৮১৭২৫), নিকটতম লুৎফর রহমান দীপন (লাঙ্গল) (৭৬২৭); ঠাকুরগাঁও-১ বিজয়ী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন এমপি (২০৫৩১৩), নিকটতম জাপার রেজাউর রাজী (লাঙ্গল) (১৩৯৪০); ঠাকুরগাঁও-২ বিজয়ী আওয়ামী লীগের মাজহারুল ইসলাম (১১৫৪১৬), নিকটতম স্বতন্ত্র আলী আসলাম জুয়েল (৫৭২৩৫); ঠাকুরগাঁও-৩ বিজয়ী জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি (১০৬৭১৪), নিকটতম স্বতন্ত্র অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (৬৪৮২১); দিনাজপুর-১ বিজয়ী আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি (১০৬৪৯৯), নিকটতম স্বতন্ত্র জাকারিয়া জাপা; দিনাজপুর-২ বিজয়ী আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নিকটতম স্বতন্ত্র; দিনাজপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের ইকবালুর রহিম বাবু এমপি (১০৮২৫৪), নিকটতম স্বতন্ত্র বিশ্বজিত কুমার ঘোষ (৫৪০৩৮); দিনাজপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এমপি (৯৬৪৪৭), নিকটতম স্বতন্ত্র তারিকুল ইসলাম (৬২৪২৪); দিনাজপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি (১৬৭৪২৮), নিকটতম স্বতন্ত্র হযরত আলী বেলাল (২৬৪৮২); দিনাজপুর-৬ বিজয়ী আওয়ামী লীগের শিবলী সাদিক এমপি, নিকটতম স্বতন্ত্র আজিজুল হক চৌধুরী; নীলফামারী-২ বিজয়ী আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর এমপি (১১৯৫৬৫), নিকটতম স্বতন্ত্র জয়নাল আবেদিন (১৬৬৬২); নীলফামারী-৩ বিজয়ী স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাভেল (৩৯৩২৫), নিকটতম স্বতন্ত্র মার্জিয়া সুলতানা (২৫২০৫); লালমনিরহাট-১ বিজয়ী আওয়ামী লীগের মোতাহার হোসেন এমপি (৯৮৯০৩), নিকটতম স্বতন্ত্র আতাউর রহমান প্রধান (৭৪০৩২)।

লালমনিরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ এমপি (৯৭২৪০), নিকটতম স্বতন্ত্র সিরাজুল হক (৫০৫০০);  লালমনিরহাট-৩ বিজয়ী আওয়ামী লীগের মতিয়ার রহমান (৭৬৪০১), নিকটতম স্বতন্ত্র জাবেদ হোসেন (১২৮০৮);  রংপুর-২ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক (৮১৫৯৯), নিকটতম স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটু (৬১৫৮৩); রংপুর-৩ আসনে বিজয়ী জাতীয় পার্টির জি এম কাদের (৮১৮৬৮), নিকটতম স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী (২৩৩২৬); রংপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের টিপু মুনশি এমপি (১২১৮৯৩), নিকটতম জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল (৪১১২৫); রংপুর-৬ বিজয়ী আওয়ামী লীগের ড. শিরীন শারমিন চৌধুরী (১০৮৬৩৫), নিকটতম স্বতন্ত্র সিরাজুল ইসলাম (৩৬৮৩২); কুড়িগ্রাম-১ বিজয়ী জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান (৮৮০২৩), নিকটতম জাকের পার্টির আবদুল হাই (৫৯৭৫৬); কুড়িগ্রাম-২ বিজয়ী স্বতন্ত্র ডা. হামিদুল হক খন্দকার (১০২১২০), নিকটতম জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ এমপি (৬৭৩৭৯);  কুড়িগ্রাম-৩ বিজয়ী আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (৫৩৩৬৭), নিকটতম স্বতন্ত্র আক্কাস আলী সরকার (৩৫৫১৫); কুড়িগ্রাম-৪ বিজয়ী আওয়ামী লীগের বিপ্লব হাসান পলাশ (৮৬৬৫৮), নিকটতম স্বতন্ত্র মজিবুর রহমান বঙ্গবাসী (১২৬৮৪);   গাইবান্ধা-১ বিজয়ী স্বতন্ত্র প্রকৌশলী নাহিদ নিগার (৪৪৪৮৯), নিকটতম জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (২৪৩১৯); গাইবান্ধা-২ বিজয়ী স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর (৬৪১৯০), নিকটতম জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (৬১০৩৭); গাইবান্ধা-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি (৪১১১৬), নিকটতম স্বতন্ত্র মফিজুল হক সরকার (২২৮১২); গাইবান্ধা-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (২০১১৭১), নিকটতম স্বতন্ত্র প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (২৭৪৫০); গাইবান্ধা-৫ বিজয়ী আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন এমপি (১০৮০৩৯), নিকটতম ফারজানা রাব্বী বুবলি (৬৩৬০৮)।
  
ঢাকা বিভাগ

টাঙ্গাইল-১ বিজয়ী আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাক এমপি (৯০৫৯৪), নিকটতম জাতীয় পার্টির মোহাম্মদ আলী (২২৩২); টাঙ্গাইল-২ বিজয়ী আওয়ামী লীগের তানভীর হাসান ছোট মনির এমপি (৮৪৬০১), নিকটতম স্বতন্ত্র ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু (১৯৭৭০); টাঙ্গাইল-৩ বিজয়ী স্বতন্ত্র আমানুর রহমান খান রানা, নিকটতম আওয়ামী লীগের ডা. কামরুল হাসান খান; টাঙ্গাইল-৪ বিজয়ী স্বতন্ত্র আবদুল লতিফ সিদ্দিকী, নিকটতম আওয়ামী লীগের মোজহারুল ইসলাম তালুকদার; টাঙ্গাইল-৫ বিজয়ী স্বতন্ত্র ছানোয়ার হোসেন এমপি (৪১৫৮১), নিকটতম আওয়ামী লীগের মামুন-অর-রশিদ (৩৮১৭৭); টাঙ্গাইল-৬ বিজয়ী আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু এমপি (১০৮৮২৫), নিকটতম স্বতন্ত্র তারেক শামস খান হিমু (৩০০৭৩); টাঙ্গাইল-৭ বিজয়ী আওয়ামী লীগের খান আহমেদ শুভ এমপি, নিকটতম স্বতন্ত্র মীর এনায়েত হোসেন মন্টু; টাঙ্গাইল-৮ বিজয়ী আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয়, নিকটতম কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম; কিশোরগঞ্জ-৩ বিজয়ী জাতীয় পার্টির অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু এমপি (৫৭৫২৯), নিকটতম স্বতন্ত্র নাসিমুল হক (৪২২৩৫); কিশোরগঞ্জ-৫ বিজয়ী আওয়ামী লীগের আফজাল হোসেন এমপি (৮৩৯৬০), নিকটতম স্বতন্ত্র সুব্রত কুমার পাল (৫৮৭৫৯); কিশোরগঞ্জ-৬ বিজয়ী আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন (১২৪৪০৫), নিকটতম ইসলামী ফ্রন্টের রুবেল হোসেন (২২৯৮); মানিকগঞ্জ-১ বিজয়ী স্বতন্ত্র এস এম জাহিদ (৮৪৮৯৫), নিকটতম জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল (৩৯১০৯); মানিকগঞ্জ-২ আসনে ১৯৩ কেন্দ্রের মধ্যে ১৩০টিতে এগিয়ে স্বতন্ত্র জাহিদ আহমেদ টুলু (৫৬৩৮৬), নিকটতম আওয়ামী লীগের মমতাজ বেগম এমপি (৫১২৩৩); মানিকগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের জাহিদ মালেক  স্বপন এমপি (১২৬৭২০), নিকটতম গণফোরামের মফিজুল ইসলাম (৫৩৯১)। 

মুন্সীগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ (৯৫৮৬০), নিকটতম স্বতন্ত্র গোলাম সারোয়ার কবির (৬১৫৪০); মুন্সীগঞ্জ-২ এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, স্বতন্ত্র সোহানা তাহমিনা নির্বাচন বর্জন করেছেন; মুন্সীগঞ্জ-৩ বিজয়ী স্বতন্ত্র ফয়সাল আহমেদ বিপ্লব (৮৯৭০৫), নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি (৮২৮৩৩); ঢাকা-১ বিজয়ী আওয়ামী লীগের সালমান ফজলুর রহমান এমপি (১৫০০০৫), নিকটতম স্বতন্ত্র জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি (৩৪৯৩০); ঢাকা-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, নিকটতম স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান; ঢাকা-৩ বিজয়ী আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু এমপি (১৩২৭৭২), নিকটতম জাতীয় পার্টির মনির সরকার (২৮৪৩); ঢাকা-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র আওলাদ হোসেন, নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট সানজিদা খানম; ঢাকা-১৮ আসনে বিজয়ী স্বতন্ত্র খসরু চৌধুরী, নিকটতম স্বতন্ত্র এস এম তোফাজ্জল হোসেন; ঢাকা-২০ আসনে বিজয়ী আওয়ামী লীগের বেনজীর আহমদ এমপি (৮৩৭০৯), নিকটতম স্বতন্ত্র মোহাদ্দেস হোসেন (৫৪৬১৩); গাজীপুর-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক এমপি, নিকটতম স্বতন্ত্র রেজাউল করিম রাসেল; গাজীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি, নিকটতম স্বতন্ত্র কাজী আলিম উদ্দিন বুদ্দিন; গাজীপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের রুমানা আলী টুসি (১২৪৪২৭), নিকটতম স্বতন্ত্র ইকবাল হোসেন সবুজ এমপি (৯৫১৭৩); গাজীপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এমপি, নিকটতম স্বতন্ত্র আলম আহমেদ; গাজীপুর-৫ আসনে এগিয়ে স্বতন্ত্র আখতারউজ্জামান, নিকটতম আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি এমপি; নরসিংদী-১ বিজয়ী আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি (৯৩৮১৪), নিকটতম স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল (৫৪৩১৫); নরসিংদী-২ বিজয়ী আওয়ামী লীগের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি (৫৬৫০৮), নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের রফিকুল আলম সেলিম (৩৫৩৭)। 

নরসিংদী-৩ বিজয়ী স্বতন্ত্র সিরাজুল ইসলাম মোল্লা (৫৬৭৭৯), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফজলে রাব্বি খান (৪৫১১৫); নরসিংদী-৪ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি (৭৯৩০২), নিকটতম স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু (৬৯৬২০); নরসিংদী-৫ বিজয়ী আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি (১১১৭৫৬), নিকটতম স্বতন্ত্র মিজানুর রহমান চৌধুরী (৬৪০৭৭); নারায়ণগঞ্জ-১ আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৪টিতে এগিয়ে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি (৬৫৩৯৮), নিকটতম স্বতন্ত্র শাজাহান ভূঁইয়া (১৬৫৪৩); নারায়ণগঞ্জ-২ আসনে ১১৭টি আসনের ১১৫টিতে এগিয়ে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু এমপি, নিকটতম জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন (৭২৫৬); নারায়ণগঞ্জ-৩ আসনের ১৩১টি কেন্দ্রের ৫৬টিতে এগিয়ে আওয়ামী লীগের আব্দুল্লাহ-আল-কায়সার (৫০২৯৪), নিকটতম জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা এমপি (১৩৩৯৮); নারায়ণগঞ্জ-৪ আসনে ২৩১টি কেন্দ্রের ২১টিতে এগিয়ে আওয়ামী লীগের এ কে এম শামীম ওসমান এমপি (২০৪১৭), নিকটতম জাকের পার্টির মুরাদ হোসেন জামাল (১০৮৪); নারায়ণগঞ্জ-৫ আসনে ১৭৫টি কেন্দ্রের ৫৭টিতে এগিয়ে জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান এমপি, নিকটতম স্বতন্ত্র এ এম এম একরামুল হক (১২৫৪); রাজবাড়ী-১ বিজয়ী আওয়ামী লীগের কাজী কেরামত আলী এমপি (৯৭০৩৪), নিকটতম স্বতন্ত্র ইমদাদুল হক বিশ্বাস (৫৩১৩২); রাজবাড়ী-২ বিজয়ী আওয়ামী লীগের জিল্লুল হাকিম এমপি (২৩১৮৮৪), নিকটতম স্বতন্ত্র নূরে আলম সিদ্দিকী হক (৪৬৪৬৬);  ফরিদপুর-১ আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৮২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের আবদুর  রহমান (১১২৮১১) এগিয়ে, নিকটতম আরিফুর রহমান দোলন (৭৮৯৪৮); ফরিদপুর-২ বিজয়ী আওয়ামী লীগের শাহাদাব আকবর চৌধুরী লাবু এমপি (৮৬০৯৫), নিকটতম স্বতন্ত্র জামাল হোসেন মিয়া (৮৪১১৪)। 

ফরিদপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র এ. কে. আজাদ (১৩৪০৯৮), নিকটতম আওয়ামী লীগের শামীম হক (৭৫০৮৯); ফরিদপুর-৪ আসনে ১৮৯টি কেন্দ্রের মধ্যে ১২০টিতে এগিয়ে স্বতন্ত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (৯৮৭৪০), আওয়ামী লীগের কাজী জাফরউল্যাহ (৮৭৬৪১); গোপালগঞ্জ-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, নিকটতম স্বতন্ত্র কাবির মিয়া; গোপালগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম এমপি, নিকটতম স্বতন্ত্র আমিনুল হাসান শাহীন; গোপালগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের শেখ হাসিনা এমপি (২৪৯৯৬৫), নিকটতম বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন (৪৬৯); মাদারীপুর-১ বিজয়ী আওয়ামী লীগের নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি (১৯৬৭৩১), নিকটতম জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিকী (১৮২৬); মাদারীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের শাজাহান খান এমপি (২২৩৫১৮), নিকটতম জাতীয় পার্টির এ কে এম নুরুজ্জামান (৩৪১৫); মাদারীপুর-৩ বিজয়ী স্বতন্ত্র তাহমিনা বেগম (৯৬৬৩৩), নিকটতম আওয়ামী লীগের ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি (৬১৯৭১)।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ-১ আসনে বিজয়ী স্বতন্ত্র মাহমুদুল হক সায়েম (৯৩৫৩১), নিকটতম আওয়ামী লীগের জুয়েল আরেং (৭৩৮৯২); ময়মনসিংহ-২ বিজয়ী আওয়ামী লীগের শরীফ আহমেদ (২৫১৪১৬), নিকটতম স্বতন্ত্র শাহ শহীদ সারোয়ার (১০৩৬); ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি (৫৩১৯৬), নিকটতম স্বতন্ত্র সোমনাথ সাহা (৫২২১১)।

ময়মনসিংহ-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোহিত উর রহমান শান্ত (১৪৮২৯২), নিকটতম স্বতন্ত্র আমিনুল হক শামীম (১০৩০৪৬); ময়মনসিংহ-৫ বিজয়ী স্বতন্ত্র কৃষিবিদ নজরুল ইসলাম (৫২৭৮৫), সালাহউদ্দিন আহমেদ মুক্তি (৩৪১২৪); ময়মনসিংহ-৬ বিজয়ী স্বতন্ত্র আবদুল মালেক সরকার (৫২২৮৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোসলেম উদ্দিন (৪২৫৫৮); ময়মনসিংহ-৭ বিজয়ী স্বতন্ত্র এ বি এম আনিছুজ্জামান (৭১৭৩৮), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাফেজ রুহুল আমীন মাদানী (৫০৫৩১); ময়মনসিংহ-৮ বিজয়ী স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন (৫৬৮০১), নিকটতম প্রতিদ্বন্দ্বী  জাতীয় পার্টির ফখরুল ইমাম (২৭৯৮৪); ময়মনসিংহ-৯ বিজয়ী আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (৮০৭৩৩),  নিকটতম স্বতন্ত্র আনোয়ারুল আবেদীন খান তুহিন (৫৯৫৮৬); ময়মনসিংহ-১০ বিজয়ী আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল (২১৬৮৯৩), নিকটতম স্বতন্ত্র ড. আবুল হোসেন দীপু (৭৫১৯); ময়মনসিংহ-১১ বিজয়ী স্বতন্ত্র এম এ ওয়াহেদ (৯৫২৮০), নিকটতম আওয়ামী লীগের কাজীম উদ্দিন আহমেদ ধনু (৫৬৪২০); নেত্রকোনা-১ বিজয়ী আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহী (১৫৯০১৯), নিকটতম জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (২৫২১৯); নেত্রকোনা-২ বিজয়ী আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু এমপি (১০৫৩৫৩), নিকটতম আরিফ খান জয় (৮৬২৮৭); নেত্রকোনা-৪ বিজয়ী আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান এমপি (১৮৮০৬৮), নিকটতম জাতীয় পার্টির লিয়াকত আলী খান (৫৭৫৯); নেত্রকোনা-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের আহমদ হোসেন (৭৯৬৪৭), নিকটতম মাহারুল ইসলাম সোহেল (২৭২১৪)।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট-১ বিজয়ী আওয়ামী লীগের সামছুল আলম দুদু এমপি (৯৬০১১), নিকটতম স্বতন্ত্র আবদুল আজিজ মোল্লা (৪৭৪৮৪); জয়পুরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নিকটতম স্বতন্ত্র গোলাম মাহবুব চৌধুরী; চাঁপাইনবাবগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি (৩৮৮৮৯); নিকটতম স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম (৩২৫৪৩); চাঁপাইনবাবগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের জিয়াউর রহমান (৭৬৫২২), নিকটতম স্বতন্ত্র গোলাম মোস্তফা (৪০৭৮৯); চাঁপাইনবাবগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল ওদুদ (৯১৬০৩), নিকটতম স্বতন্ত্র আবদুল মতিন (৮৫৪৩); নাটোর-১ বিজয়ী স্বতন্ত্র আবুল কালাম আজাদ (৭৭৯৪৩), নিকটতম আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল (৭৫৯৪৭); নাটোর-২ বিজয়ী আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল (১১৭৮৪৪), নিকটতম স্বতন্ত্র আহাদ আলী সরকার (৬১০৮৫); নাটোর-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (১৩৫৮০২), নিকটতম স্বতন্ত্র শফিকুল ইসলাম শফিক (৪২৯৯৭); নাটোর-৪ বিজয়ী আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী (১০৭১২৭), নিকটতম স্বতন্ত্র আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন (৮৭৪৩৮); নওগাঁ-১ বিজয়ী আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার (১৮৭৬৪৭), নিকটতম স্বতন্ত্র খালেকুজ্জামান তোতা (৭৫৭২১)। 

নওগাঁ-৩ বিজয়ী আওয়ামী লীগের সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (১৩৮৬৩০), নিকটতম স্বতন্ত্র সলিম উদ্দিন তরফদার সেলিম (৫৯৭৫২); নওগাঁ-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা (৮৫১৮০), নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু (৬২১৩২); নওগাঁ-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (১০৪৩৭১), নিকটতম স্বতন্ত্র দেওয়ান ছেকার আহমেদ শিষান (৫২৮৮৪); নওগাঁ-৬ আসনে বিজয়ী স্বতন্ত্র অ্যাডভোকেট ওমর ফারুক সুমন (৭৬৭৪০), নিকটতম আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল (৬৯৯৬২); পাবনা-১ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল হক টুকু (৯৩৩০০), নিকটতম স্বতন্ত্র অধ্যাপক আবু সাইয়িদ (৭২৩৪৩); পাবনা-২ বিজয়ী আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির (১৬৫৮৪২), নিকটতম বিএনএমের ডলি শায়ন্তনী (৪৩৮২); পাবনা-৩ বিজয়ী আওয়ামী লীগের মকবুল হোসেন (১১৯৪৬৯), নিকটতম স্বতন্ত্র আবদুল হামিদ (১০০১৩৯); পাবনা-৪ বিজয়ী আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ (১৬৭৪৪৩), নিকটতম স্বতন্ত্র পানজাব বিশ্বাস (১৪৬৬২); পাবনা-৫ বিজয়ী আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স (১৫৭২৬০), নিকটতম স্বতন্ত্র জাকির হোসেন (৩৩১৬)।

বগুড়া-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের সাহাদারা মান্নান (৫১৫৩২), নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র শাহজাদী আলম লিপি (৩৪০৯৪); বগুড়া-৪ আসনে বিজয়ী জাসদের রেজাউল করিম তানসেন (৪২৭৫৭), নিকটতম বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র (ঈগল) ডা. জিয়াউল হক মোল্লা (৪০৬১৮); বগুড়া-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের মজিবুর রহমান মজনু (১৯৮১৬৫), নিকটতম ইসলামী ঐক্যের নজরুল ইসলাম (৪১০৫)।

খুলনা বিভাগ

মেহেরপুর-১ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি (৯৪৩০৩), নিকটতম স্বতন্ত্র অধ্যাপক আবদুল মান্নান (৫৭৬৮২); মেহেরপুর-২ বিজয়ী আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (৭২৭২৮), নিকটতম স্বতন্ত্র মকবুল হোসেন (৪৯৫৯৩); কুষ্টিয়া-১ বিজয়ী স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী (৮৬৩৩৯), নিকটতম আওয়ামী লীগের আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি (৪৭৫৭৯); কুষ্টিয়া-২ বিজয়ী স্বতন্ত্র কামারুল আরেফিন (১১৫৭৯৯), নিকটতম জাসদের (ইনু) হাসানুল হক ইনু এমপি (৯২৪৪৫); কুষ্টিয়া-৩ বিজয়ী আওয়ামী লীগের মাহবুবউল-আলম হানিফ এমপি (১২৭৮০৩), নিকটতম স্বতন্ত্র পারভেজ আনোয়ার তনু (৪২১৮১); 

কুষ্টিয়া-৪ বিজয়ী স্বতন্ত্র আবদুর রউফ চৌধুরী (৯৮০৪২), নিকটতম আওয়ামী লীগের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি (৮০১১১); চুয়াডাঙ্গা-১ বিজয়ী আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি (৯৬২৬৭), নিকটতম স্বতন্ত্র দিলীপ কুমার আগরওয়ালা (৭২৭৬৮); চুয়াডাঙ্গা-২ বিজয়ী আওয়ামী লীগের আলী আজগার টগর এমপি (১০৭৫৯৯), নিকটতম স্বতন্ত্র আবু হাশেম রেজা (৫৮৮৯৫); ঝিনাইদহ-১ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল হাই এমপি (৯৫৬৭৪), নিকটতম স্বতন্ত্র নজরুল ইসলাম দুলাল (৭৯৭২৮); ঝিনাইদহ-২ আসনে রাত ৯টা পর্যন্ত ১৮৫ কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৬৩ কেন্দ্রে স্বতন্ত্র নাসের শাহরিয়ার জাহেদী (৪৫০৮৪), নিকটতম আওয়ামী লীগের তাহজীব আলম সিদ্দিকী (৪২১৯৯)।

ঝিনাইদহ-৩ বিজয়ী আওয়ামী লীগের সালাহ উদ্দিন মিয়াজী (৮৩০১৫), নিকটতম স্বতন্ত্র অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এমপি (৬৪৯০৯); ঝিনাইদহ-৪ বিজয়ী আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনার এমপি (৯৬৫০৪), নিকটতম স্বতন্ত্র আবদুর রশিদ খোকন (৫৭১০০); মাগুরা-১ বিজয়ী আওয়ামী লীগের সাকিব আল হাসান (১৮৫৩৮৮), নিকটতম বাংলাদেশ কংগ্রেস অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (৫৯৭৩); মাগুরা-২ বিজয়ী আওয়ামী লীগের ড. বীরেন শিকদার এমপি (১৫৬৪৮৭), নিকটতম জাতীয় পার্টি মুরাদ আলী (১৩২৬২); বাগেরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় এমপি (১৮২৩১৮), নিকটতম জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম (৪১৭৪)।

বরিশাল বিভাগ

বরগুনা-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের সুলতানা নাদিরা (১৪৮০৩২), নিকটতম বাংলাদেশ জাতিয়তাবাদী আন্দোলনের ড. আবদুর রহমান (১৯৫১); পটুয়াখালী-১ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল) পান ৮১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দিন তালুকদার (ডাব) ২৬ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। ১ লাখ ২৪ হাজার ৩০০ ভোট পেয়ে পটুয়াখালী-২ বিজয়ী হন আওয়ামী লীগের আ স ম ফিরোজ এমপি (নৌকা)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসীন হাওলাদার (লাঙ্গল) পান ২ হাজার ৯৩৬ ভোট। 

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী আওয়ামী লীগের এস এম শাহজাদা সাজু এমপি (নৌকা) পেয়েছেন ৯৪ হাজার ৪১৬ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব.) আবুল হোসেন (ঈগল) পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) বিজয়ী আওয়ামী লীগের মহিববুর রহমান মহিব এমপি (নৌকা) পেয়েছেন ৬০ হাজার ৮৫৬ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। 
ভোলা-১ (সদর) বিজয়ী আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এমপি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাজাহান লাঙ্গল প্রতীকে পান ৫ হাজার ৫১৯ ভোট। ভোলা-২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল এমপি (নৌকা) ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপির মো. গজনবী পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।

ভোলা-৩ বিজয়ী আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (নৌকা) পান ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন ১৭ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বিজয়ী আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (নৌকা) পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। নিকটতম জাতীয় পার্টির প্রার্থীর মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট। 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ এমপি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সেরনিয়াবাত সেকান্দার আলী (লাঙ্গল) পান ৪ হাজার ৯৫ ভোট। বরিশাল-২ (বানারীপাড়-উজিরপুর) আসনে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এমপি (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু (লাঙ্গল প্রতীক) পান ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিজয়ী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) পান ৫২ হাজার ৫৬৭ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৮৮৯ ভোট। বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে বিজয়ী স্বতন্ত্র পঙ্কজ নাথ (ঈগল) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে বিজয়ী আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি (নৌকা) পেয়েছেন ৯৭ হাজার ৭০৬; নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সালাহ উদ্দিন রিপন পান ৩৫ হাজার ৩৭০ ভোট।

পিরোজপুর-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ (ঈগল) পেয়েছেন ৯৯ হাজার ৭২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু এমপি (নৌকা) পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের রনজিত চন্দ্র সরকার (১০০৯৯৮); নিকটতম স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন রতন এমপি (৪৬৭৮০); সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী স্বতন্ত্র জয়া সেনগুপ্তা এমপি (৬৭৭৭৫); নিকটতম আওয়ামী লীগের চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (৫৮৬৭২); সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের এম এ মান্নান এমপি (১২৬৯৯৮); নিকটতম স্বতন্ত্র শাহীনুর পাশা চৌধুরী (৪৫০০); সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোহম্মদ সাদিক (৯০৫৯০); নিকটতম জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ এমপি (৩১৭২১); সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক এমপি (১১৯৪০৩); নিকটতম স্বতন্ত্র শামীম আহমদ চৌধুরী (৯১৮৮৮)।

সিলেট-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন এমপি (৫৮৭৫৯); নিকটতম ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (১১৬৯); সিলেট-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী (৭৮৩৮৬); নিকটতম স্বতন্ত্র মুহিবুর রহমান (১৬৬৬১); সিলেট-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের হাবিবুর রহমান এমপি (৭৪৩০৩); নিকটতম ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (৩৩৭৫৫); সিলেট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের ইমরান আহমদ এমপি (৯২৯১৯); নিকটতম তৃণমূল বিএনপির আবুল হোসেন (২৯৯৯); সিলেট-৫ আসনে বিজয়ী স্বতন্ত্র মওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী (৪৪৭৯৫); নিকটতম আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ (৩২০৫১); সিলেট-৬ আসনে বিজয়ী আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ এমপি (৫৭৭৭৮); নিকটতম স্বতন্ত্র সরওয়ার হোসেন (৩৯৪৮৮)।     

মৌলভীবাজার-১ বিজয়ী আওয়ামী লীগের শাহাব উদ্দিন এমপি (১৩৬৩০৮); নিকটতম জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (৩০৯৮); মৌলভীবাজার-২ বিজয়ী আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল (৭৩৫২৮); নিকটতম স্বতন্ত্র এ কে এম সফি আহমদ সলমান (১৫১৬৮); মৌলভীবাজার-৩ বিজয়ী আওয়ামী লীগের জিল্লুর রহমান (১৬৭৮৪৬); নিকটতম জাতীয় পার্টির আলতাফুর রহমান (২৬৯৮); মৌলভীবাজার-৪ বিজয়ী আওয়ামী লীগের উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি (২১২৪৯১); নিকটতম ইসলামী ফ্রন্টের আবদুল মুহিদ হাসানী (৫৩৯০)। 

হবিগঞ্জ-১ বিজয়ী স্বতন্ত্র অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (৭৯০৫২); নিকটতম জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী বাবু (৩০৭০৩); হবিগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (৯৮৬০৩); নিকটতম অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি (৪৯৩৪৮); হবিগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট আবু জাহির এমপি (১৬০৬০৪); নিকটতম জাতীয় পার্টির আবদুল মুমিন চৌধুরী বুলবুল (৪০৭৬); হবিগঞ্জ-৪ বিজয়ী স্বতন্ত্র ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (১৬৯৬৯৪); নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট মাহবুব আলী এমপি (৬৯৩১৩)।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগে ৫৮টি আসনের মধ্যে ২৪টি বেসরকারি ফলাফল জানা গেছে। এর বেশির ভাগ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে নৌকার প্রার্থী বিজয়ী ২২টিতে; একটিতে জয়ী লাঙ্গল। 
ব্রাহ্মণবাড়িয়া-১ বিজয়ী স্বতন্ত্র সৈয়দ এ কে একরামুজ্জামান (৮৯৭৫৮); নিকটতম আওয়ামী লীগের বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন (৪৬৬৩৩); ব্রাহ্মণবাড়িয়া-২ বিজয়ী স্বতন্ত্র মঈন উদ্দিন মঈন (৮৪০৬৭); নিকটতম অপর স্বতন্ত্র জিয়াউল হক মৃধা (৫৫৪৩১) 

ব্রাহ্মণবাড়িয়া-৩ বিজয়ী আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি (১৫৮৫৭২); নিকটতম স্বতন্ত্র ফিরোজুর রহমান ওলিও (৬৪০৩৭); ব্রাহ্মণবাড়িয়া-৪ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুল হক এমপি (২২১৪৬৭); নিকটতম এনপিপি শাহীন খান (৬৫৮৬); ব্রাহ্মণবাড়িয়া-৫ বিজয়ী আওয়ামী লীগের ফয়জুর রহমান (১৬৫৬৩৫); নিকটতম জাতীয় পার্টির দেলোয়ার হোসেন দুলু (৩৩৮৭); ব্রাহ্মণবাড়িয়া-৬ বিজয়ী আওয়ামী লীগের ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি (১৯২৯১৩); নিকটতম জাতীয় পার্টির আমজাদ হোসেন (২৬৬৬)।

কুমিল্লা-১ বিজয়ী আওয়ামী লীগের প্রকৌশলী আবদুস সবুর, নিকটতম স্বতন্ত্র নাঈম হাসান; কুমিল্লা-২ বিজয়ী কুমিল্লা অধ্যাপক আবদুল মজিদ, নিকটতম আওয়ামী লীগের সেলিমা আহমাদ মেরী এমপি; কুমিল্লা-৩ বিজয়ী স্বতন্ত্র জাহাঙ্গীর আলম সরকার, নিকটতম আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি; কুমিল্লা-৪ বিজয়ী স্বতন্ত্র আবুল কালাম আজাদ, নিকটতম আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল এমপি; কুমিল্লা-৫ বিজয়ী স্বতন্ত্র আবু জাহের, নিকটতম স্বতন্ত্র সাজ্জাদ হোসেন স্বপন; কুমিল্লা-৬ বিজয়ী আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, নিকটতম স্বতন্ত্র আনজুম সুলতানা সীমা; কুমিল্লা-৭ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিকটতম স্বতন্ত্র মুনতাকিম আশরাফ টিটু; কুমিল্লা-৮ বিজয়ী আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম, নিকটতম জাতীয় পার্টির ইরফান বিন তোরাব আলী; কুমিল্লা-৯ বিজয়ী আওয়ামী লীগের তাজুল ইসলাম এমপি, নিকটতম ইসলামী ফ্রন্টের আবু বকর সিদ্দিক; কুমিল্লা-১০ বিজয়ী আওয়ামী লীগের আ হ ম মুস্তফা কামাল, নিকটতম জাতীয় পার্টির জোনাকী মুন্সী; কুমিল্লা-১১ বিজয়ী আওয়ামী লীগের মুজিবুল হক এমপি, নিকটতম স্বতন্ত্র মিজানুর রহমান; চাঁদপুর-১ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ (১৫১৩৮৩), নিকটতম ইসলামী ফ্রন্ট (৫৭৩৪);

চাঁদপুর-২ বিজয়ী আওয়ামী লীগের মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম (১,৮৫,৯৯৯), নিকটতম স্বতন্ত্র ইসফাত আহসান (২১৩৩৫); চাঁদপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের ডা. দীপু মনি (১০৬৫৬৬), নিকটতম স্বতন্ত্র ড. শামছুল হক ভুঁইয়া (২৪১৬৯); চাঁদপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি (৮৪০১৭), নিকটতম স্বতন্ত্র গাজী মাঈনুদ্দিন (৩৮১৫০)। ফেনী-১ বিজয়ী আওয়ামী লীগের আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম ৫৩ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন ১২৯৯ ভোট। ফেনী-২ বিজয়ী আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী এমপি পেয়েছেন ৬৩ হাজার ১৯৪; নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম পেয়েছেন ৬০৩ ভোট। ফেনী-৩ বিজয়ী জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি পেয়েছেন ২৫ হাজার ৬৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ ঈগল প্রতীকে পেয়েছেন ৩০৯৫ ভোট।

নোয়াখালী-১ বিজয়ী আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম এমপি (৯৬,৯৭৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু নাসের ওয়াহেদ ফারুক পেয়েছেন ১৪৮৮ ভোট; নোয়াখালী-৫ বিজয়ী আওয়ামী লীগের ওবায়দুল কাদের পেয়েছেন ১,৮১,২৭৯ ভোট, নিকটতম জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার খাজা তানভির আহমেদ পেয়েছেন ৯,৬৭২ ভোট। তবে নোয়াখালীর বাকি তিন আসনেও নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন। 

লক্ষ্মীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি (৭৮৮০৯), নিকটতম স্বতন্ত্র কাজী সেলিনা ইসলাম এমপি (৭১৫০); লক্ষ্মীপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের গোলাম ফারুক এমপি (৫২২৯৩); নিকটতম স্বতন্ত্র এম এ সাত্তার (৩৫৬২৮); লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ ঈগল প্রতীকে ৪৫ হাজার ৪৮৫ ভোট পান। নিকটতম জাসদের (ইনু) মোশারফ হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট; লক্ষ্মীপুর-১ আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান এমপি ৪০০৯৪ ভোট পেয়েছেন, নিকটতম ঈগল পেয়েছে ১৮১৫৬ ভোট। 

কক্সবাজার-১ বিজয়ী হচ্ছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আসনটির ৬২ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি নৌকা প্রতীকে ৬১ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাফর আলম এমপি পেয়েছেন ৪৩ হাজার ৮৫৮ ভোট। কক্সবাজার-৪ বিজয়ী আওয়ামী লীগের শাহীন আক্তার চৌধুরী এমপি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০; নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার হাজার ৭০৭ ভোট।

খাগড়াছড়িতে বিজয়ী আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (১৯৫৮১৯), নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ৯২১৬ ভোট। বান্দরবানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বীর বাহাদুর ১৭২৫৭২, নিকটতম জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ১০৩১২ ভোট। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল